ঢাকাবুধবার , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মৃত ভেবে ময়নাতদন্তের প্রস্তুতি, নড়ে উঠলো দেহ

Hamidul Haque
মে ১২, ২০২৫ ৫:১২ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি : কলমাকান্দায় বস্ত্রহীন ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে মৃত ভেবে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু একপর্যায়ে শরীরের অঙ্গ নড়ে উঠায় সন্দেহ হলে পুলিশ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

রোববার সকালে উব্দাখালি নদীর তীর থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধার ওই ব্যক্তির নাম জসিম ত্রিগেদি (৩২)। তিনি উপজেলার বড় মনগড়া গ্রামের মৃত মাখন নংমিনের ছেলে।

জানা যায়, রোববার সকালে উপজেলা সদরের ডাকবাংলোর বিপরীত পাশে উব্দাখালি নদীর তীরে বস্ত্রহীন অবস্থায় তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। এ অবস্থায় এলাকার লোকজন তাকে মৃত ভেবে পুলিশে খবর দিলে কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়ার লক্ষে দেহটি উদ্ধার করার প্রস্তুতি নেন।

কিন্তু একপর্যায়ে ওই ব্যক্তির চোখ ও হাত নড়েচড়ে ওঠে। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, জসিম ত্রিগেদির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জন্য তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। নড়াচড়া করার মতো শক্তি হারিয়ে ফেলেছেন। তাই তাকে উন্নত চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতাবশত তাকে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশে মারধর করে মৃত ভেবে ফেলে রেখে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।