ঢাকাশুক্রবার , ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিকেএসএফে ১ লাখ ৬০ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৪ ৬:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রমেন্ট, জিওলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, আরবান প্ল্যানিং, ফরেস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত তিনটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ক্লাইমেট চেঞ্জ, ড্রাউট, ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট অথবা হাইড্রোলজি বিষয়ে এমফিল/পিএইচডি ডিগ্রি থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ওয়াটার রিসোর্সেস বা অ্যাগ্রিকালচার সেক্টরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে অন্তত ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জিআইএস-বেজড সিস্টেমে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইভ্যালুয়েশন মেথডোলজি বিষয়ে জানাশোনা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। জিআইএস, এসপিএসএস ও এসটিএটিএ সফটওয়্যারের কাজ জানতে হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ড্রাউট, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন, ওয়াটার ম্যানেজমেন্ট ও অ্যাগ্রিকালচার বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। প্রকল্প এলাকায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৬০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া উৎসব বোনাস, নববর্ষ ভাতা, মুঠোফোন বিল, গোষ্ঠী বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

২. পদের নাম: প্রকিউরমেন্ট স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা প্রকিউরমেন্ট চেইন ম্যানেজমেন্ট, লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আইন, অর্থনীতি, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টে অন্তত তিন সপ্তাহের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পিপিএ ২০০৬ ও পিপিআর ২০০৮ বিষয়ে জানাশোনা থাকতে হবে। এমসিআইপিএস ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরসহ মোট ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রকল্প এলাকায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক বেতন ১,৬০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া উৎসব বোনাস, নববর্ষ ভাতা, মুঠোফোন বিল, গোষ্ঠী বীমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।