ঢাকাবৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

সাইবার হামলার ঝুঁকি: ব্যাংকগুলোতে ওয়েবভিত্তিক সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
আগস্ট ১৪, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সাইবার হামলার ঝুঁকি এড়াতে ব্যাংকগুলোতে সতর্কতার পর এবার ওয়েবভিত্তিক সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৩৬ ঘণ্টা সেবা বন্ধ থাকবে। সোমবার রাতে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবভিত্তিক কিছু সেবা ১৪ আগস্ট রাত ৮টা থেকে ১৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে।

১৫ আগস্ট মঙ্গলবার সাইবার হামলার হুমকি দেয় একটি হ্যাকার গ্রুপ। এ বিষয়ে সরকারের আইসিটি বিভাগের সতর্কতার পর গত বৃহস্পতিবার ব্যাংকগুলোকে সতর্ক করে ১১টি নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আইসিটি বিভাগকেও সতর্ক থাকতে বলা হয়।

২০১৬ সালে সবচেয়ে বড় সাইবার হামলার শিকার হয় বাংলাদেশ ব্যাংক। ওই বছরের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় নেওয়া দুই কোটি ডলার তখনই ফেরত পায় বাংলাদেশ। ফিলিপাইনে নেওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ক্যাসিনো মালিক কিম অং দেড় কোটি ডলার ফেরত দিলেও ৬ কোটি ৬০ লাখ ডলার আর উদ্ধার হয়নি। আদৌ বাকি অর্থ ফেরত মিলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও অর্থ ফেরতের চেষ্টায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।