গত ২৪ ঘন্টায় সোনারগাঁওয়ে আরও ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৭ জন । এ পর্যন্ত করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৭০ জন।
রবিবার রাতে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
তথ্যমতে, যে সকল এলাকায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
উপজেলার সোনারগাঁও পৌরসভা এলাকায় ২ জন (এদের মধ্যে সোনালী ব্যাংকের একজন কর্মচারী রয়েছেন), মোগরাপাড়া ইউনিয়নে ২ জন, পিরোজপুর ইউনিয়নে ২ জন, বৈদ্যেরবাজার ইউনিয়নের ১ জন।
আক্রান্তদের মধ্যে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ রয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।