রূপগঞ্জে অর্ধশত দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি      

0 187
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া মার্কেটের পাশে কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অর্ধশত দোকান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ভুলতা এলাকায় গাউছিয়া কাচাঁবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী ও ক্ষতিগ্রস্থ্যরা জানান, বৃহস্পতিবার সন্ধায় গাউছিয়া মার্কেটের পাশে কাচাঁবাজারের দোকানে হঠাৎ করে আগুন জ্বলে উঠে। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চারদিক ছুটাছুটি করে আগুন নেভানো চেষ্টা চালায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ এম এ মান্নান জানান, আগুন লাগার সংবাদে দ্রুত কা ন, আড়াইহাজার ও ডেমরা ফায়ার সার্ভিসের মোট ৬ টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আড়াই ঘন্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়েছে। অগ্নিকান্ডে প্রায় অর্ধশত দোকান পুড়ে ছাই হয়েছে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Leave A Reply

Your email address will not be published.