ঢাকাবৃহস্পতিবার , ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

দলীয় প্রার্থী না পাওয়ায় কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা কর্মীর

News Editor
ডিসেম্বর ২৪, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আর এই আসনে বিএনপির প্রার্থী না পাওয়ায় কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরহাদ হোসেন নামে এক কর্মী।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে এ ঘোষণা দেন।

এ সময় ফরহাদ হোসেন বলেন, আমি কান ধরে রাজনীতি ছাড়ছি। এই আসনে সাইফুল ইসলাম ফিরোজ ও হামিদুল ইসলাম হামিদের মধ্যে যে কোনো একজনের সমর্থক হিসেবে কাজ করতাম। তাদের মধ্যে থেকে মনোনয়ন না দেওয়ায় কান ধরে বিএনপি ত্যাগ করছি। গত ১৭ বছর যারা কালীগঞ্জে বিএনপির রাজনীতি ধরে রেখেছিল তাদের মনোনয়ন দেওয়া না হলে আর রাজনীতি করবো না।

এদিকে মঙ্গলবার রাতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।  মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৬ মিনিটে মোবাইল ফোনে রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আজ (বুধবার) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও সাতটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এরমধ্যে রয়েছে ঝিনাইদহ-৪ আসন। আসটি রাশেদ খাঁনের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।

এদিকে মঙ্গলবার এ খবরে ক্ষোভ প্রকাশ করছেন বিএনপির নেতাকর্মীরা। তারা এ আসনে বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। কালীগঞ্জ থানা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বাড়ছে নেতাকর্মীদের ভিড়।

তারা বলছেন, রাশেদ খাঁন এই নির্বাচনি এলাকার বাসিন্দা না। তিনি এই আসনের ভোটারও না। দল এভাবে একজন বহিরাগতকে চাপিয়ে দিতে পারে না।

তাজু জোয়ারদার নামে বিএনপির এক কর্মী কাঁদতে কাঁদতে বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি সাইফুল ইসলাম ফিরোজের সঙ্গে। এখন একজন বহিরাগতকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই মানতে পারছি না।

কালীগঞ্জ উপজেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যাকে কালীগঞ্জের মানুষ কখনো দুর্দিনে পাশে পায়নি- আমরা এমন কাউকে দলের পক্ষ থেকে চাই না।  বিগত আন্দোলন-সংগ্রামে আমরা বিএনপির জন্য নিজেদের জীবন বাজি রেখেছি। আমরা এখানে দলের প্রার্থী চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।