গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মূল ফটকে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শহর জুড়ে আতংকের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন বলেন, রাত ৯টার কিছু সময় পর সিজিএম কোর্টের সামনের সড়কে একটা বা দুইটা মোটরসাইকেলে করে এসে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এটা ককটেল কিনা আমরা এখনো নিশ্চিত হয়নি। তবে গান পাউডারের মত কিছু একটা ছিল। আমরা সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি। কাউকে আটক করা সম্ভব হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
