নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দাপট দেখিয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেল। সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আনোয়ার হোসেনসহ মোট ১৬টি পদে তারা বিজয়ী হয়েছেন।
শুধু সাধারণ সদস্যের একটি পদে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত অ্যাডভোকেট আফরোজা।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতি ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১১৭২ জন ভোটারের মধ্যে ১০৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                        