ঢাকাবুধবার , ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সদরপুর মেধাবী শিক্ষার্থী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

News Editor
জুলাই ২৯, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সদরপুর উপজেলা(ফরিদপুর) প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনন্সিটিউশন স্কিম, এসইডিপি এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে ফরিদপুরের সদরপুর উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ৩৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মংগলবার(২৯জুলাই) সকাল ১১ টায়
উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় এবং ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবু বিষ্ণুপদ ঘোষালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসেন, সমাজসেবা অফিসার কাজী শামীম আহম্মেদ সহ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, মেধাবী শিক্ষার্থীগন,বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে এসইডিপি স্কিমের আওতায় নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে জাকিয়া সুলতানা বলেন, এই ধরনের পুরস্কার আগামীতে ছাত্রছাত্রীদের মাঝে ভাল ফলাফলে উৎসাহ জোগাবে।তিনি আরো বলেন এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষক-প্রতিষ্ঠানকে আরো উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।