ঢাকাশুক্রবার , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদ খানের বিদায় সংবর্ধনা

News Editor
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সদরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদ খানের বদলীজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। তার দীর্ঘ দিনের সহকর্মী ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সম্মিলিতভাবে তাকে বিদায় সংবর্ধনা দেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ে সদরপুর ও আকটেরচর ক্লাস্টারের শিক্ষকদের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ ও রূপা ঘোষ।

মোঃ মিজানুর রহমান ও এন ইউ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ওয়াহিদ খান একজন অত্যন্ত সৎ ও ধর্ম ভীরু মেধাবী অফিসার। কর্মক্ষেত্রে তিনি বিশেষ দায়িত্ব নিয়ে কাজ করেন। তার একনিষ্ঠ কর্মস্পৃহা উদাহরণ দেয়ার মত।

এ সময় বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়েজিদ খান, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা, ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।