ঢাকামঙ্গলবার , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে বিএনপির আনন্দ মিছিল ও র‍্যালি

News Editor
আগস্ট ৫, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

সদরপুর উপজেলা(ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিএনপির উদ্যোগে সাবেক স্বৈরাশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মংগলবার (৫আগস্ট) সকাল ১১ টায় উপজেলার প্রশাসনিক ভবনের সামনে থেকে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও ফরিদপুর -৪ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল ও র‍্যালী অনুষ্ঠিত হয়।মিছিলটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে সদরপুরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে ৷ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে উপস্থিত হয়। এসময় তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বৃস্টি উপেক্ষা সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকে। সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ও মিছিলে শ্লোগানে মুখরিত হয়ে উঠে।

আনন্দ র‍্যালীর শুরুর আগে প্রধান বক্তা শহীদুল ইসলাম বাবুল বলেন গতবছর আজকের এই দিনে সাবেক স্বৈরাশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছিল, যাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্টের পতন হয়েছিল তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। শেখ হাসিনার পতনের মধ্যদিয়ে বাংলার জনগন মুক্তি পেয়েছে, মানুষের গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এখন জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সরকারকে আহবান করবো যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচীত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে ফেওয়া হোক। তিনি আরো বলেন নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র, টালবাহানা বিএনপির নেতাকর্মীরা মেনে নিবেনা। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে দেশ গঠন করা হবে।

সদরপুরে বিএনপির আনন্দ মিছিলের ছবি 1

 

আনন্দ মিছিল ও র‍্যালীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু,সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, উপজলা বিএনপির সাবেক সভাপতি মোকলেকুর রহমান খান, সাবেক সভাপতি গোলাম রব্বানী, সহ বিএনপি, ছাত্রদল, যুবদল,শ্রমিকদল ও অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।