ঢাকাশনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অবিস্ফোরিত ৭ ককটেল উদ্ধার, আটক ৩

News Editor
নভেম্বর ১৮, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় নাশকতার উদ্দেশ্যে পুঁতে রাখা ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় তিনজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে ৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন), ৭১ মেকানাইজড ব্রিগেড গ্রুপ-এর সদস্যরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। টার্মিনালের ১৬ নম্বর পল্টনের মাটির নিচে এসব ককটেল পোঁতা অবস্থায় পাওয়া যায়।

অভিযানকালে সন্দেহজনক গতিবিধির কারণে প্রথমে মো. জিহাদ (১৯)-কে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজন— মো. মনির (৫০) ও মো. স্বাধীন (২০)—কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সদরঘাট এলাকায় আতঙ্ক সৃষ্টি ও নাশকতা ঘটানোর পরিকল্পনা করেছিল এবং রাতে বিভিন্ন স্থানে হামলার প্রস্তুতি নিচ্ছিল।

উদ্ধারকৃত ককটেলগুলো পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় নিষ্ক্রিয় করা হয়েছে। গ্রেফতার তিনজনকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযান শেষে এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনী সদরঘাট টার্মিনাল এলাকায় কঠোর নিরাপত্তা বজায় রেখেছে এবং আর্মি ক্যাম্পে একটি QRF (Quick Reaction Force) সর্বদা প্রস্তুত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।