শৈলকুপায় ক্রমাগত উদ্ধার হচ্ছে লাশ, ৪৮ ঘন্টায় ৮ জনের লাশ

0 332

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় ক্রমাগত উদ্ধার হচ্ছে লাশ, গত ৪৮ ঘন্টায় ৮ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ২জনকে কুপিয়ে হত্যা, সড়ক দূর্ঘটনায় ৩ জন, মায়ের হাতে মেয়ে, স্বামী শাশুড়ির নির্যাতনে গৃহবধু এবং গলায় রশি দিয়ে ১ গৃহবধু আত্বহত্যা করেছে। পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর গ্রামে ঝড়ে গাছ পড়াকে কেন্দ্র করে রতন মন্ডল নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় নিহত ও ৩ ব্যাক্তি গুরুত্বর আহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রতন মন্ডলের সাথে তার চাচাতো ভাই রায়হান মন্ডলের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে ও ১ জন কে গ্রেফতার করেছে শৈলকুপা থানা পুলিশ। উপজেলার চরবাখরবা গ্রামে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই আব্দুল মালেক (৪২) নিহত হয়েছেন। নিহত আবদুল মালেক ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। জমি ভাগাভাগি নিয়ে শনিবার পারিবারিক শালিশ বৈঠকে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বড় ভাই আবদুল খালেক কুড়াল দিয়ে ছোট ভাইকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় মালেককে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে সে মারা যায়। একই দিন সকালে ভাত না খেতে চাওয়ায় জান্নতুল (৬) নামে এক মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে তার মা আলেয়া খাতুনের বিরুদ্ধে। ঘটনাটি পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের হাজাম পাড়া গ্রামে। নিহত শিশুটির বাবার নাম বকুল হোসেন। মেয়ে হত্যার অভিযোগে মা কে আটক করেছে পুলিশ। ঘটনার দিন সকালে মা ভাত খেতে দেয় একমাত্র মেয়ে জান্নাতুলকে, খেতে না চাইলে প্রথমে তাকে চড়থাপ্পড় মারে, এরপর লাথি দিয়ে ঘরের বারান্দা থেকে নিচে ফেলে দেয় ও কাঠের পিড়ি দিয়ে আঘাত করে বলে প্রতিবেশীরা জানায়। একপর্যায়ে শিশুটির মৃত্যু হয়। গোয়াল খালি গ্রামে স্বামী শ্বাশুড়ীর নির্যাতনে গৃহবধুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের অভিযোগ, প্রেম করে প্রায় ১ বছর আগে উপজেলার গোয়ালখালি গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে সোনিয়ার বিয়ে হয় একই গ্রামের বাদশা হোসেনের ছেলে সজিবের সাথে। বিয়ের পর থেকে সোনিয়াকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিল শ্বশুরবাড়ির লোকজন। এরই জের ধরে রোববার সকালে সোনিয়াকে হত্যা করে পরিবারের লোকজন গলায় ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে তালা দিয়ে পলিয়ে যায়। এ ঘটনায় মেয়ে বাড়ির লোকজন থানায় হত্যা মামলা দিতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে অপমৃত্যু মামলা রেকর্ড করে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে সোমবার দুপুরে লাশ নিয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে নিহতের স্বজন ও এলাকাবাসীরা। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, গতকাল সোনিয়া আত্মহত্যা করেছিল বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। সোনিয়ার একটি ডায়রি পাওয়া গেছে সেখানে উলে¬খ আছে তার মৃত্যুর জন্য কে কে দ্বায়ী। ময়নাতদন্তের রিপোর্টে হত্যার বিষয় এলে হত্যা মামলা আর আত্মহত্যার রিপোর্ট এলে আত্মহত্যার প্ররোচনার মামলা নেওয়া হবে। একই দিন সকালে বালুর ট্রাক চাপায় দবির উদ্দীন (৭০) নামে এক পিঁয়াজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার সাতগাছি গ্রামের রাস্তায় এ দূর্ঘটানা ঘটে। দবির উদ্দীন শৈলকুপা উপজেলার বেড়বাড়ীয়া গ্রামের মৃত. বীর মুক্তিযোদ্ধা রোজদার আলীর ছেলে। উপজেলার কুিমড়াদাহ গ্রামে কাজল হোসেন এর স্ত্রী তৃপ্তি খাতুন (২২) গলায় রশি দিয়ে রবিবার রাতে আত্বহত্যা করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এছাড়া ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় বশির আলী (৪৮) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়। শনিবার দুপুর ১২টার দিকে ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বশির শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের মকসেদ আলীর ছেলে। সোমবার দুপুরে ট্রাকে ধাক্কায় সুমি (৩২) নামের এক নারী নিহত হয়েছে। ঝিনাইদহ শহরের কুষ্টিয়া সড়কের ক্যাডেট কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুমি জেলার শৈলকুপা উপজেলার ডাঙ্গিপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী। এ নিয়ে গত ৪৮ ঘন্টায় শৈলকুপা উপজেলায় বিভিন্ন এলাকা থেকে ৮ ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন সোনা বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। তবে এমন মর্মদায়ক ঘটনা এড়াতে আমাদের সকলকে সচেতন হতে হবে। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আয়ুবুর রহমান জানান, পুলিশ সংঘর্ষ এড়াতে সদা সর্বদা তৎপর রয়েছে, আইনশৃংখলা স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর এবং সে ব্যাপারে নিরলসভাবে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে জনগনের মানবিক মূল্যবোধ পরিবর্তন হওয়া জরুরী।

Leave A Reply

Your email address will not be published.