ঢাকাশুক্রবার , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় বেণীপুর স্কুলের ১২০ বছরে ফ্রি মেডিকেল ক্যাম্প

News Editor
সেপ্টেম্বর ১১, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপার ঐতিহ্যবাহী বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ বছরে পদার্পণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। বিদ্যালয় কমিটি ও প্রাক্তন ছাত্র চিকিৎসক ডা. এহতেশাম শহীদ-এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় অসহায় মানুষজন স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ, ডায়াবেটিস, চোখের সমস্যা এবং অন্যান্য রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণেই চিকিৎসা সেবা পেয়ে আনন্দ প্রকাশ করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব হোসেন বলেন, বিদ্যালয় কমিটি এবং আমাদের স্কুলের সাবেক ছাত্র ডা. এহতেশাম শহীদ-এর উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এতে অসংখ্য শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পেরেছে।

ডা. এহতেশাম শহীদ বলেন, মানুষের প্রকৃত পরিচয় লুকিয়ে থাকে তার কাজের ভেতর। চিকিৎসা পেশাকে আমি শুধু চাকরি হিসেবে নয়, মানবসেবার মহান ব্রত হিসেবেই গ্রহণ করেছি। প্রিয় এই স্কুলের ১২০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা শুলতা বিশ্বাস জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক। বিদ্যালয়ের ১২০ বছরের গৌরবময় যাত্রায় এটি একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকবে।

অষ্টম শ্রেণির ছাত্র জিম জানায়, আমার বাবা একজন কৃষক বড় ডাক্তার দেখাতে তেমন পারি না আমাদের স্কুলেই ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আমরা খুব খুশি।

অপর এক ছাত্র মাহবুবুল আলম নাফিস বলেন,
আমার নাকে পলিপাস ও ঘাড়ে ব্যথার সমস্যা রয়েছে। আজকে আমাদের স্কুলের এক বড় ভাই ফ্রি চিকিৎসা দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে।

উল্লেখ্য, ডা. এহতেশাম শহীদ বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।