ঢাকাশুক্রবার , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

শামীম ওসমানের হাতে নৌকা দিয়ে যোগদান করা সুজন এখন বিএনপিতে

News Editor
অক্টোবর ২৬, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ একেএম শামীম ওসমানের হাতে নৌকা দিয়ে আওয়ামীলীগে যোদ দেয়া মোঃ সুজন ভূঁইয়া এখন বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন।‎
‎একই সঙ্গে আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য পদ বাগিয়ে নেন।
‎দীর্ঘ দিন আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত থাকা সুজন ভূইয়া বিএনপিতে যোগদানের বিষয়টি ভালোভাবে নেয়নি স্থানীয় নেতাকর্মীরা।
‎জানা গেছে, ২০২০ সালের ২জুন পাঠানটুলী তার নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে আয়োজনে করে শতশত নেতাকর্মীর উপস্থিতিতে সুজন ভূইয়া নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ একেএম শামীম ওসমানের হাতে নৌকা দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
‎পরবর্তীতে সুজন ভূইয়া আওয়ামীলীগের দলীয় কার্যক্রম শুরু করেন। এবং ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের সহ- প্রচার সম্পাদক ইফতার আলম খোকন এ দলীয় কার্যালয়ে ফুলের নৌকা প্রতীক দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। এবং আওয়ামী লীগ কাউন্সিলর এর পক্ষে নির্বাচন করার অঙ্গীকার করেন এবং পরবর্তীতে আওয়ামী লীগের কাউন্সিলরের পক্ষে  নির্বাচনী প্রচারণার কাজে মাঠে কাজ করে।
‎এদিকে স্বৈরাচার সরকার পতনের পর ভোল্ট পাল্টিয়ে আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ১৪ নাম্বার সদস্য পদ বাগিয়ে নেন।
‎এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা ফ্যাসিস্ট ওসমান পরিবারের দোসর সুজন ভূইয়া বিরুদ্ধে আইনগত সহ সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।