ঢাকাবুধবার , ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ১২ হাজার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

News Editor
ডিসেম্বর ১৭, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা মেট্রোর যাত্রাবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ডিসেম্বর ২০২৫ ভোরে যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় রাঙ্গামাটি থেকে ঢাকাগামী ডলফিন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রুপাইনচিং চাকমা (৪৫), চইমিয়া চাকমা (৪১) এবং ওমং থাইং চাকমা (৪২)। তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা।

ডিএনসির পক্ষ থেকে জানানো হয়, ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে বাসটি থামিয়ে দেহ তল্লাশি চালালে তাদের কাছ থেকে ১২ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও বাসের দুটি টিকিট জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা কক্সবাজার-ঢাকা সরাসরি রুট ব্যবহার না করে রাঙ্গামাটি ও বান্দরবান হয়ে বিভিন্ন পরিবহনে ঢাকায় ইয়াবা পাচার করত।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ডিএনসির ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।

ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উপপরিচালক শামীম আহম্মেদ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।