ঢাকাবৃহস্পতিবার , ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে গ্যারেজে ঢুকে হামলা লুটপাটের অভিযোগ, থানায় মামলা

News Editor
অক্টোবর ২৯, ২০২৫ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ফিউচার হাউজিং এলাকায় একটি রিকশার গ্যারেজে হামলা চালিয়ে অটোরিকশা ও নগদ চার লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে কথিত এক শ্রমিক দল নেতা ফিরোজ ওরফে ক‍ান্তা ফিরোজের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মনির হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, এই ঘটনায় আমি বাদী হয়ে কান্তা ফিরোজকে এক নম্বর আসামি করে মোট ১৭ জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছি।

৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন জানান, মোহাম্মদপুর তিন রাস্তা এলাকায় নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে তার একটি অফিস জোরপূর্বক দখলে নেয় ফিরোজ। ভুক্তভোগী বিএনপি নেতা গত সপ্তাহে মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দেন। এরপর রোববার রাতে তাকে আটক করে পুলিশ। পরবর্তীতে আপস করার শর্তে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সে আবার ওই রুমের তালা ভেঙে নতুন করে তালা লাগিয়ে দেয়।

কথিত শ্রমিক দলের নেতা ফিরোজের একাধিক চাঁদাবাজির অডিও এসেছে এই প্রতিবেদকের কাছে।

একটি অডিওতে শোনা যায়, গত ২৩ তারিখ ফিউচার হাউজিং এলাকায় নির্মাণাধীন এক ভবনের কাজ বন্ধ করে দেন ফিরোজ। এমনকি তার সঙ্গে কথা না বলা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী যোগাযোগ করলে তাকে ফিরোজ জানান,  শ্রমিক দলের কর্মসূচি আছে। এই উপলক্ষ্যে চাঁদা দিতে হবে।

অপর একটি অডিওতে শোনা যায়, ফিউচার হাউজিং ৪০ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিং কাজ বন্ধ করে দেন ফিরোজ। নিজেকে শ্রমিক দলের নেতা দাবি করে তার সঙ্গে আলোচনা ছাড়া কাজ বন্ধ রাখার নির্দেশ দেন ফিরোজ।

এসব অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে একাধিক বার ফিরোজকে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ দিকে পুলিশের একটি সূত্র জানায়, ফিরোজের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অভিযোগের কিছু তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে। সেগুলো নিয়ে তারা কাজ করছে। যাদের কাছে এই ধরনের চাঁদা চেয়েছে তারা থানাকে বিষয়টি অবগত করলে এবং মামলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিক্সার গ্যারেজে হামলা ও লুটপাটের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, ওই রিক্সার গ্যারেজের মালিক মনির হোসেন থানায় ১৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।