ঢাকাশুক্রবার , ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ১৩ কেজি গাঁজাসহ আটক ‍২

Hamidul Haque
মে ৫, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৫ মে) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌরসদর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন হবিগঞ্জ জেলার চুরারুঘাট উপজেলার চন্দনা এলাকার বাসিন্দা সাব্বির রহমান (২৫) ও একই এলাকার মামুন আহম্মেদ (২৬)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছারুল আলম রনি কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে একটি নীল রঙের পিকআপ ভ্যানে বিপুল পরিমাণে গাঁজা নিয়ে দুই তরুণ ময়মনসিংহে আসার গোপন সংবাদ পান তারা। পরে সোমবার সকাল থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে অবস্থান নেওয়া হয়। দুপুর ১২টার দিকে একই রঙের একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান এই পথ দিয়ে যাওয়ার সময় সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় ভ্যানটির সামনের আসনের নিচ থেকে ১১ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।
আটক যুবকেরা জানান, তারা দুজন ভাড়ায় পিকআপ চালান। নিজ এলাকার এক বড় ভাইয়ের অনুরোধে মাদকগুলো ময়মনসিংহ শহরে নিয়ে যাচ্ছিল। পৌঁছানোর পর নির্দিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করে ডেলিভারি দেওয়ার কথা ছিল তাদের।

তবে কার কাছে এসব গাঁজা সরবরাহ করা হবে জানেন না তারা।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, আটকদের নিয়ে আরো অভিযান চালানোর পর ঈশ্বরগঞ্জ থানায় নিয়মিত মামলা দিয়ে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।