ঢাকাসোমবার , ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার ঢাকায় সমাবেশ করতে চায় জামায়াত, অনুমতি দেয়নি পুলিশ

নিউজ ডেস্ক
জুলাই ৩১, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকারে অধীনে জাতীয় নির্বাচন ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতা–কর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ করবে দলটি।

 

সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠানের কথা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন জামায়াতের নেতারা। অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়ার বিষয়ে তাঁরা আশাবাদী।

পুলিশ শেষমেশ সমাবেশের অনুমতি দেবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আজ রাতে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ডিএমপিকে আগেই সমাবেশ করার বিষয়ে আমরা অবহিত করেছি। আশা করছি, সমাবেশ করতে প্রশাসন আমাদের সহযোগিতা করবে।’

অনুমতি না মিললে জামায়াত সমাবেশ করবে কি না জানতে চাইলে বুলবুল বলেন, ‘যদির লাইনে যেতে চাচ্ছি না। গত ১০ জুন ঢাকায় পুলিশের অনুমতি নিয়েই ঢাকায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে জামায়াত। সেদিনের সমাবেশেই প্রমাণ হয়েছে যে, জামায়াতের কর্মীরা কতটা সুশৃঙ্খল। আশা করছি প্রশাসন এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন ইতিবাচক ভূমিকা পালন করবে।’

এর আগে সিলেটে সমাবেশের অনুমতি চাইলেও নাকচ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এদিকে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে কোনো বার্তা আসেনি।’ তবে ডিএমপির একটি সূত্র বলছে, জামায়াতের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন ইতিবাচক না হওয়ায় তাঁদের সমাবেশের অনুমতি না দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শোকের মাসের প্রথম দিনে বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। সিদ্ধান্ত উপেক্ষা করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘গত ২৪ জুলাই সংবাদ সম্মেলন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছিল। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠেয় বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

সমাবেশের অনুমতি চেয়ে গত ২৫ জুলাই ই-মেইলে ডিএমপিতে চিঠি দেয় জামায়াত। ওই দিন বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।