ঢাকাশুক্রবার , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

ভারি বৃষ্টি থাকতে পারে রবিবার পর্যন্ত

নিউজ ডেস্ক
অক্টোবর ১, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়। আজ বুধবার লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে দেশের ওপর সক্রিয় হয়েছে মৌসুমি বায়ুও। দুইয়ে মিলে বৃষ্টি বেড়েছে সারা দেশেই।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বৃষ্টি আরো বাড়তে পারে। বৃষ্টি হতে পারে দেশের বেশির ভাগ অঞ্চলেই। সামগ্রিকভাবে আগামী রবিবার পর্যন্ত দেশে ভারি বৃষ্টি থাকতে পারে।

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সেই সঙ্গে দেশের সব বিভাগের জন্য ভারি বর্ষণের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগে পাহাড়ধস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে, নদ-নদীর পানি বেড়ে ফেনী জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সাময়িকভাবে প্লাবিত হতে পারে চট্টগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল।

আগের দিনের তুলনায় গতকাল দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতা অনেকটাই বেড়েছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ৪২টিতেই বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে বুধবার সন্ধ্যা পর্যন্ত। ভারি থেকে অতি ভারি বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে বৃষ্টি তুলনামূলক কম ছিল।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঢাকায়, ১৪৩ মিলিমিটার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।