ঢাকাশনিবার , ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় দুই কিশোর নিহতের বিচার দাবীতে মানব বন্ধন বিক্ষোভ মিছিল

News Editor
মে ১৬, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় কিশোর গ্যাং এর হাতে নিহত ইয়াছিন খালাসি ও রায়হান শেখ হত্যার বিচারের দাবীতে শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা বটতলা বাজারে সকাল ১১টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ইউপি চেয়ারম্যানসহ শত নারী ও পুরুষ অংশ গ্রহন করে।
নিহত ইয়াসিন খালাসী থানমাত্তা গ্রামের জাহাঙ্গীর খালাসির ছেলে ও রায়হান শেখ একই গ্রামের ফকুর শেখের ছেলে। গত ১০ মে রাতে ইয়াসিন খালাসী নিহত হয়। একই ঘটনায় রায়হান শেখ ও সাকিল গুরুত আহত হয়। ১২ মে সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান শেখ ।
মানব বন্ধন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের পূর্ব রাতে বারুদ বাজি ফুটানোর সময় কিশোর গ্যাং সদস্য রিগান শরীফ, নাজমুল শরীফ ওতার বন্ধুদের কথা কাটাকাটির সৃষ্টি হয়। ঘটনাটি ইয়াছিন খালাসির অভিভাবকরা মিলে সমাধান করে। কিন্তু এঘটনার জেরধরে গত ১০ মে রাত নয়টার দিকে আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে বাড়ি থেকে ইয়াসিনকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে কিশোর গ্যাং সদস্য রিগানসহ ১০ থেকে ১৫ জন সদস্যরা। গুরুতর আহত হয় রায়হান ও সাকিল। তাদের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এলে পালিয়ে যায় কিশোর গ্যাং।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ইয়াসিন খালাসি। এঘটনায় নিহত ইয়াছিন খালাসির পিতা জাহাঙ্গীর খালাসি বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার তিন দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান। বৃহস্পতিবার বিকেলে তার লাশ ঢাকা থেকে আনার পর গ্রামের বাড়িতে দাফন করা হয়।
আজিমনগর ইউনিয় পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদার বলেন, চাঞ্চল্যকর দুটো হত্যা কান্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। কিশোর গ্যাং সদস্যদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় ১টি মামলা হয়েছে। এঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
মামুনুর রশীদ ফরিদপুর

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।