বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য জনগণের মধ্যে একতা ও সংকল্পবদ্ধতা তৈরি করাই লক্ষ্যকে সামনে রাখার অঙীকার নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হল রুমে শনিবার সকালে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যৌথ আয়োজিত ভাঙ্গা উপজেলা হলরুমে অনলাইন ভার্সনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ইলা কুন্ড, নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, ভাঙ্গা উপজেলার একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক কর্মীরা সঙ্গীত পরিবেশন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।