গোটা বিশ্বের মতো বাংলাদেশেও কোভিড-১৯ মহামারি রোধকল্পে এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে প্রাথমিকসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ক্ষতি না হয় সেজন্য বেশকিছু পরিকল্পনাও হাতে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ২৩ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জু্রি কমিশন (ইউজিসি)।
আজ বৃহস্পতিবার (৭ মে) ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত কার্যালয় স্মারকের মাধ্যমে এসব নির্দেশনা দেয়া হয়।
২৩ দফার সার সংক্ষেপে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে-
১. চলমান সেমিস্টারের ক্লাস-পরীক্ষা অনলাইনে নিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।
২. অনলাইনে ক্লাস-পরীক্ষার ক্ষেত্রে প্রস্তাবিত তিনটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি অনুসরণ করতে হবে।
৩. আগামী জুলাইয়ের আগে নতুন কোনো সেমিস্টারের কার্যক্রম শুরু করা যাবে না।
৪. নতুন সেমিস্টারের ভর্তি কার্যক্রম কোনভাবেই জুনের পূর্বে শুরু না করা। ৫. করোনা পরিস্থিতি চলাকালীন ইউনিভার্সিটির শিক্ষক/কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন-ভাতাদি পূর্বের ন্যায় নিয়মিতভাবে প্রদান করতে হবে।
৬. করোনা পরিস্থিতি চলাকালীন টিউশন ফি আদায়ের ক্ষেত্রে ছাত্রীদের প্রতি মানবিক আচরণ করতে হবে।
৭. শিক্ষার সকল ক্ষেত্রে শিক্ষার্থীগণ যাতে পরীক্ষায় কোনভাবেই অসদুপায় অবলম্বন করতে না পারে তা নিশ্চিত করতে হবে।
৮. করোনাকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য ইউনিভার্সিটির একাডেমিক ক্যালেন্ডার সংশোধন করতে হবে।