ঢাকাশুক্রবার , ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বানিজ্যিক গুরুত্বপূর্ণ ও রপ্তানীযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরনের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

Publisher
এপ্রিল ২৩, ২০২২ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ডাস-বাংলাদেশ ট্রেনিং অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে বানিজ্যিক গুরুত্বপূর্ণ ও রপ্তানীযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরনের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

২৩ এপ্রিল সকালে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের উপদেষ্টা মমতাজ হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ফরিদপুরের কৃষি কর্মকর্তা নির্মল কুমার দাশ। এ সময় বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম , নিম ফাউন্ডেশনের উপদেষ্টা মিসেস মমতাজ হাকিম, টিপু সুলতান, সুপারভাইজার,নিম প্রজেক্ট, ফরিদপুর উপস্থিত ছিলেন। বাংলাদেশ নিম ফাউন্ডেশনের আয়োজনে ও মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রডাক্টস, বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বানিজ্যিক গুরুত্বপূর্ণ ও রপ্তানীযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরন বিষয়ের ওপর এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ প্রদান করেন টিপু সুলতান এবং মোঃ হুমায়ন কবির। কর্মসূচির আওতায় বৃহত্তর ফরিদপুর এরিয়ার ৪০ জন করে ২ দিনে মোট ৮০ জন নারী পুরুষ শিক্ষার্থী এপ্রিল ২৩-২৪ তারিখে প্রশিক্ষণ গ্রহণ করবেন। আগামী ২৩ এপ্রিল এই প্রশিক্ষণ শেষ হবে এবং ওইদিন প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও ভাতা দেয়া হবে। প্রশিক্ষণের উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন। এছাড়াও বিপিসির প্রতিনিধি মিসেস ফাতেমা বিনতে রহমান উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।