বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেনারেল হাসপাতালের সদ্য যোগদান করা এক মেডিকেল অফিসারের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।রাতে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের সিভিল সার্জন ডা.হুমায়ন খান শাহিন।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে,আক্রান্ত ওই মেডিকেল অফিসার ১২মে হাসপাতালে যোগদান করেন। ১৩ মে হাসপাতাল কর্তৃপক্ষ তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশালের ল্যাবে পাঠায়। শুক্রবার রাতে আসা নমুনা পরীক্ষার প্রতিবেদন তার করোনা ‘পজিটিভ’ রিপোর্ট আসে।
বরগুনা জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. হুমায়ন খান শাহিন বলেন,মেডিকেল অফিসারকে আইশোলসনে চিকিৎসা দেয়া হচ্ছে।তার সঙ্গে যারা ছিলেন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
এছাড়াও গতকাল রাতে একজন সরকারি কর্মকর্তা ও নারী চিকিৎসক আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৪৩জন।মোট সুস্থ ২৯ ও ২জন মারা গেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।