জেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ইসমাইল উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মৃত রহিম সরদারের ছেলে ও ইউনিয়নের আওয়ামী লীগের দুই নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন (৬০) ও মিঠু আদমদীঘি সদর ইউপির ডহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠু আলী (২৬)।
পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ওই ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় ৫ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুজন নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এ মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।