ঢাকাশুক্রবার , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত, ভাঙছে বেড়িবাঁধ

মো হামিদুল হক মিশু
জুলাই ৮, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত টানা বৃষ্টির কারণে ফেনী শহারের অধিকাংশ রাস্তাই হাঁটু পানির নিচে। এতে চরম দুর্ভোগে পড়েছে ফেনীবাসী।

ফেনী আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

যা চলতি মৌসুমে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির পানিতে ডুবে গেছে শহরের এসএসকে রোড, একাডেমি রোড, পাঠানবাড়ী রোড, নাজির রোড, মিজান রোড, কলেজ রোড, শান্তি কম্পানি রোড, কদলগাজী রোড, পেট্রোবাংলোসহ বিভিন্ন এলাকা। শহরে রিকশা, ভ্যান ছাড়া তেমন কোনো যানবাহন দেখা যায়নি।

ফলে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের চরম দুর্ভোগে পড়তে হয়।
শহরের বেসরকারিভাবে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অর্ধবার্ষিকী পরীক্ষা বাতিল করা হয়েছে বলে শিক্ষা প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে।

এদিকে টানা বৃষ্টিতে ফেনীর পশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ আংশিক ভেঙে গেছে।

এতে কয়েকটি দোকান নদীর পানিতে বিলীন হয়ে গেছে।
ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান বলেছেন, এ বৃষ্টিপাত আগামী দুই দিন থাকতে পারে। টানা বৃষ্টির কারণ সীমান্তবর্তী মুহুরী, কহুয়া সিলোনিয়া নদীর পানি বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানিয়েছেন, আজ বেলা ১২টার দিক কহুয়া নদীর বাঁধের ওপর দিয়ে পানি লোকালয়ে ঢুকছে। তবে এখনো তা বিপৎসীমার নিচে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।