আনিচুর রহমান, ফরিদপুর : ফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮ জন ফরিদপুর সদরের আলফাডাঙ্গা ১ জন,ভাঙ্গা ১২ জন.। সকালে ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ বিভাগের তথ্য মতে, ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ২১ জনের পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় ২৫৭৭ জনের মধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ১৫৪ জন পজিটিভ এসেছে । এছাড়া জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
