ঢাকামঙ্গলবার , ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর থেকে ৬টি লঞ্চ ও শতাধিক বাসে ঢাকা যাবেন নেতাকর্মীরা

News Editor
ডিসেম্বর ২৩, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ২৫ ডিসেম্বর প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমনকে ঘিরে পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। এরই মধ্যে ৬টি লঞ্চ এবং শতাধিক বাসে ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে ঢাকা যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত বিষয়টি নিশ্চিত করেছেন।

‎জানা যায়, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় নেতারা কয়েক দিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন। গত সোমবার জেলা কমিটির এক জরুরি সভায় কর্মী সমর্থকদের নিয়ে ঢাকায় যাওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় জেলা বিএনপির সাবেক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে আহ্বায়ক করে ঢাকা যাওয়া প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

‎প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর জেলা থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থকদের নির্ধারিত দিনের আগেই অন্তত ৬টি বিশালাকার লঞ্চ এবং শতাধিক বাসযোগে রাজধানী ঢাকায় সমাবেত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন এবং তাকে বরণে ঢাকাযাত্রার আগে পিরোজপুরের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।

জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত বলেন, তারেক রহমানকে বরণ করতে কর্মী-সমর্থকদের ঢাকা যাওয়া-আসার সুবিধার্থে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হুলারহাট নদীবন্দর থেকে ৬টি বিশালাকায় লঞ্চ থাকছে, সেখানে রাতে খাওয়াদাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া একদিন বাদে ২৫ ডিসেম্বর খুব সকালে শহর ও জেলার বিভিন্নস্থান থেকে শতাধিক বাস কর্মী-সমর্থকদের নিয়ে ঢাকায় রওনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।