ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বড়ই বাড়ি গ্রামের মোঃ কাওসার মিয়া (১৩-১৪), মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র, গত ২৭ আগস্ট (বুধবার) থেকে নিখোঁজ রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, সেদিন কাওসারকে সর্বশেষ দেখা যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজার এলাকায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ কাওসারের শারীরিক বর্ণনা:
- 
উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি 
- 
গায়ের রং ফর্সা 
- 
হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল পাইজামা ও পাঞ্জাবি 
বর্তমান ঠিকানা: গ্রাম বড়ই বাড়ি, ডাকঘর পাছার বাজার, থানা গৌরীপুর, জেলা ময়মনসিংহ।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান বা কোনো তথ্য জানতে পারেন, তবে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবার থেকে অনুরোধ করা হয়েছে—
📞 ০১৬১০১৩১০৮০ (বড় ভাই)
📞 ০১৭৫৯৮৫০২৬২ (বড় ভাই)
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে—“আপনার একটি সহযোগিতা কিংবা শেয়ার আমাদের কাওসারকে ফিরে পেতে সাহায্য করতে পারে।”

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                        
                         
                                     
                                                                             
                                     
                                     
                                 
                                 
                                 
                                