ঢাকাবুধবার , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারী উদ্যোক্তা সমাবেশে লংকাবাংলা ফাইন্যান্সের অংশগ্রহণ

Hamidul Haque
মে ১০, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব ডেস্ক :  বাংলাদেশ ব্যাংকের আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে চার দিনব্যাপী নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা। এ আয়োজনে অংশ নিয়েছে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।

৮ মে থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ আয়োজন।

‘স্বপ্ন হবে সত্যি, সিএমএসএমই লোন বয়ে আনবে সমৃদ্ধি’-এই স্লোগানকে সামনে রেখে লংকাবাংলা তাদের বিশেষায়িত সিএমএসএমই ঋণসেবা ও উদ্যোক্তা সহায়তা কার্যক্রম তুলে ধরছে।

মেলায় লংকাবাংলা ফাইন্যান্সের স্টলে নারী উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ গ্রহণের প্রক্রিয়া, প্রয়োজনীয় শর্তাবলি ও সরাসরি পরামর্শ পাচ্ছেন। উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই এ সেবা দেওয়া হচ্ছে। এবারের মেলায় ৭০ জনের বেশি নারী উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন করছেন। ৪৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়।

নারী উদ্যোক্তাদের উন্নয়নে লংকাবাংলা ফাইন্যান্সের সক্রিয় অংশগ্রহণকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি মনে করে, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নারীদের উৎপাদন ও সেবামূলক খাতে অংশগ্রহণ বাড়ানো অপরিহার্য। সেই লক্ষ্যে লংকাবাংলা দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সেবা দিয়ে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।