জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (২৬ মে) সকালে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবু কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে এটা কমবেশি সবাই জানেন। প্রকাশ্যে দিবালোকে তাকে ভুলতা ফ্লাইওভারের পিলারের সাথে বেঁধে নির্যাতন চালায় আওয়ামী সন্ত্রাসী। আজকে রাজনৈতিক ভাবে করার জন্য জাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা রাজিব, আলামিন, সোহেল, হানিফ, আনোয়ার, ঈসমাইলসহ আরও অনেকে।