ঢাকামঙ্গলবার , ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় ৮ দিনের এসএমই পণ্য মেলা শুরু

News Editor
ডিসেম্বর ৮, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

আট দিনব্যাপী এসএমই পণ্য মেলা-২০২৫ শুরু হয়েছে। ‘এসএমই শক্তি, দেশের অগ্রগতি’-স্লোগানে শুরু হওয়া এই মেলায় সাড়ে ৩০০ স্টল রয়েছে, যার প্রায় ৬০ শতাংশি নারী উদ্যোক্তাদের।

রোববার (৮ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার পর্দা উঠলো।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন’য়ের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেন, দেশের ৯৯ শতাংশ শিল্পই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি। স্বল্প পুঁজিতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় এই খাত থেকেই। এই মেলা তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার সেতুবন্ধ।

মেলায় সবচেয়ে বেশি স্টল তৈরি পোশাক শিল্পের- ৭৪টি। তারপর হস্তশিল্প ৫৪, চামড়া-পাদুকা ৪০, পাটজাত পণ্য ৩৫, খাদ্য প্রক্রিয়াজাত ২৮, শতরঞ্জি-বাঁশ-বেত ১৫, জুয়েলারি ৯, প্রসাধনী ৭ এবং আইটি সেবা খাতের ৫টি স্টল রয়েছে।

উদ্যোক্তাদের পাশে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প মন্ত্রণালয়ের দপ্তরগুলোও স্টল দিয়েছে যাতে ঋণ, প্রশিক্ষণ, সনদ- সব এক ছাদের নিচে পাওয়া যায়।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য ফ্রি রাখা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এই আয়োজন চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।