ঢাকাশুক্রবার , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে শিশুদের জন্য পরিবেশ কর্মশালা অনুষ্ঠিত

News Editor
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা। শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বাড়ানো ও পরিবেশ বিষয়ে সচেতন করে তুলতে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পিটিআই-এর ইন্সপেক্টর মো: ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা মোছা: লেচপাতী খাতুন, গ্রীন বন্ধু বাংলাদেশ-এর উপদেষ্টা খয়বার রহমান, পরিচালক মোহাম্মদ মিশুক হাসান, সমন্বয়ক আশরাফুল ইসলাম, সহ-সমন্বয়ক লিখন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, নাসিম আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

কর্মশালায় শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বাড়ানো, পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পরিষ্কার বাতাস এর প্রয়োজনীয়তা এবং নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তির গুরুত্ব ও ব্যবহার সহজভাবে শিশুদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

শিশুদের উৎসাহিত করতে কর্মশালায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।