নিজস্ব প্রতিবেদক:  করোনা সংকটে ঈদ উল ফিতরের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করার প্রয়াসে চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় কর্মহীন হতদরিদ্রদের মাঝে আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি মাহবুবুর রহমান সেলিমের উদ্যোগে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়।
শনিবার (১৬ মে ) বিকেলে ছেংগারচর পৌরসভায় এমএম কান্দিতে সামাজিক দুরত্ব বজায় রেখে শাড়ী, লুঙ্গি  বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পপতি মাহবুবুর রহমান সেলিম।
তিনি বলেন, আপনাদের পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে দীর্ঘদদিন যাবত থেকে কাজ করে যাচ্ছি। এলাকার গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছি। তাই আমার চাওয়া পাওয়ার কিছু নেই।
তিনি বলেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে আপনাদের মুখে হাসি ফোটাতে ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বার বার আপনাদের পাশে ছুটে আসি। আপনাদের কল্যাণে পাশে থাকতে চাই। বিগত সময়ে আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও থাকব ইনশাআল্লাহ।
এ সময় মাহবুব রাব্বানী, ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক জামান সরকার,  পৌর কমিশনার আহসান হাবিব, আ’লীগ নেতা মালেক খান’সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
                             
                                                     এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                        
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                