ঢাকাশনিবার , ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক কেন্দ্রীয় ছাত্রলীগের পদ প্রত্যাশী!

স্টাফ রিপোর্টার
মে ৯, ২০১৯ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি: মো: রুহুল আমিন, ছিলেন গাজীপুর সদরের কাউলতিয়া ইউনিয়ন (বর্তমানে গাজীপুর মহানগরের অংশ) ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক।২০০৬ সালের মে মাসে গঠিত হয়েছিল সেই কমিটি।এরপর আওয়ামীলীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে হঠাৎ করেই ভোল পাল্টিয়ে হয়ে যান ছাত্রলীগের নেতা।অভিযোগ আছে, তিনি নিজের অতীত রাজনৈতিক পরিচয় গোপন রেখে প্রথমে গাজীপুর মহানগর ছাত্রলীগের নেতা হন।এরপর ছাত্রলীগের গত কেন্দ্রীয় কমিটিতে উপ-কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক হন।বর্তমানে আবারও তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের পদ প্রত্যাশী।

খোঁজ নিয়ে জানা গেছে, তার বাবার নাম মৃত ছাত্তার মাদবর।তার বড় ভাই আব্দুর রহিম সহ পরিবার ও আত্নীয়-স্বজনের অধিকাংশই বিএনপির সক্রিয় রাজনীতির সাথে জড়িত।গাজীপুর সিটির সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী বিএনপির অধ্যাপক এম এ মান্নানের সমর্থক ও ঘনিষ্ট হিসেবে তারা এলাকায় সুপরিচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর মহানগর ছাত্রলীগের একাধিক নেতা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।তারা বলেন, দেশরত্ন শেখ হাসিনা যেখানে আওয়ামীলীগে হাইব্রিড ও অনুপ্রবেশকারী মুক্ত করতে বদ্ধপরিকর সেখানে ছাত্রলীগেও অনুপ্রবেশকারী ঠেকাতে শীর্ষ নেতৃবৃন্দকেও প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।