ঢাকামঙ্গলবার , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বন্দর বিস্ফোরণ গুজব: ফায়ার সার্ভিসের প্রতিবাদ

News Editor
আগস্ট ১১, ২০২৫ ৫:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বন্দর এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে দাবি করে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে কেউ বলছেন, বোমা বিস্ফোরণ। আবার কেউ বলছেন, সিলিন্ডার বিস্ফোরণ। তবে ফায়ার সার্ভিস বলছে, এমন কোনো ঘটনা বন্দর এলাকায় ঘটেনি।

রোববার (১০ আগস্ট) মধ্যরাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ভবনে আগুন জ্বলছে। অন্ধকারের মধ্যে মানুষের চিৎকার চেঁচামিচি। ভিডিওগুলো চট্টগ্রাম বন্দর এলাকার বলে দাবি করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, বন্দর এলাকায় বিস্ফোরণের কোনো সংবাদ তাদের কাছে নেই।

ফেসবুকে অনেকেই চট্টগ্রাম বন্দর আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে দাবি করে ভিডিওটি পোস্ট করেছেন। তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলো জানিয়েছেন স্থানীয়রা।

সত্যবার্তা নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে দাবি করা হয়, চট্টগ্রাম বন্দর এরিয়ার পাশে ভয়ংকর বিস্ফোরণ।
যদিও সেখানে কোন জায়গায় বিস্ফোরণ, কখন বিস্ফোরণ- এসব বিষয়ে কোনো তথ্য নেই। ওই পেইজের ভিডিওটি ২৭ জন শেয়ার করেছেন।

মো. আনিসুর রহমান আয়ান নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়— ‘এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর আবাসিক ভবনের ভয়ংকর বিস্ফোরণ। বহু মানুষ হতাহত হওয়ার আশঙ্কা। সকলে চট্টগ্রাম মেডিকেলে চলে আসো। আহতদের অনেক রক্তের প্রয়োজন।’

রাত দেড়টার দিকে মুহাম্মদ গোলাম রহমান আরবী নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে দাবি করা হয়—চট্টগ্রাম বন্দর আশেপাশে  এক ভয়ংকর বিস্ফোরণ হয়েছে। ওই পোস্টের কমেন্টে অনেকে কোথায় বিস্ফোরণ ও কখন বিস্ফোরণ জানতে চেয়েছেন। সেখানেও সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ গোলাম রহমান আরবী জানান, তিনি বন্দরের কোন এলাকায় বিস্ফোরণ হয়েছে জানেন না। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় থাকেন। ভিডিওটি তার পরিচিত লোকজন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।