চট্টগ্রাম নগরীর ২৩ নং ওয়ার্ডে কাউন্সিলর জাবেদের উদ্যোগে ফ্রি সবজি বাজার

0 171

বিশ্বে করোনাভাইরাসের পার্দূভাব চলছে, ধীরে ধীরে এর আক্রমণ প্রতিদিন বাড়ছে। সারাদেশের বিভিন্ন লকডাউনের পাশাপাশি সরকারি ছুটিও বহাল রয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষেরা ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

এই করুন দুর্সময়ে চট্টগ্রামেও মানবিক উদ্যোগ নিয়েছেন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ।করোনার প্রকোপ শুরু হওয়ায়র পর থেকেই নিজ ওয়ার্ডে বিভিন্ন স্থানে সচেতনতা কার্যক্রম,সরকারি ও তার ব‍্যাক্তিগত খাদ্যসামগ্রীসহ ‘ফ্রি সবজি’ বাজারের সেবা দিয়ে যাচ্ছেন তার ওয়ার্ডে। নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ‍্যবৃত্তরাও এখান থেকে প্রয়োজন মতো এসব ‘ফ্রি সবজি নিয়ে যাচ্ছেন। দেখিয়ে দিয়েছেন কি করে প্রিয় এলাকাবাসির আস্হার ভরসাস্থল হতে হয়।

সেই ধারাবাহিকতায় গতকাল নগরীর পাঠানটুলী রোডের বনশাল পাড়ায় সকালেই পোছে যায় ফ্রি সবজির বাজার।সাধারণ মানুষ তাদের প্রিয় কাউন্সিলর জাবেদের ফ্রি সবজি বাজারের সবজি গ্রহণ করেন অনায়াসে।

জানা গেছে, নগরীতে তার সবজির বাজার অলি-গলিতে ঘুরছে সবজি ভর্তি ভ্যান নিয়ে । প্রতিটি ভ্যানের পেছনে লিখা ‘ফ্রি সবজি বাজার’। এভাবেই বিভিন্ন এলাকায় ভ্যান গাড়ি করে বিলি করা হচ্ছে সবজি। প্রত্যেক অসচ্ছল পরিবারকে বিনামূল্যে বিতরণ করছেন এসব সবজি।

এব‍্যাপারে জানতে চাইলে কাউন্সিলর জাবেদ বলেন, নিজ উদ্যোগে গরীব-অসহায় সাধারণ মানুষের জন্য বেশকিছু ভ্যানযোগে নগরীর বিভিন্নস্থানে ফ্রি সবজি বাজার ছুটে চলেছে এ প্রান্ত থেকে ও প্রান্তে। সাধারণ মানুষরা ও নিচ্ছেন তাদের পছন্দের সবজি। বিভিন্ন সবজির মধ্যে আজ ছিলো লাউ, মিষ্টি কুমড়া, ঢেড়শ, টমেটো এবং বেগুনসহ নানাবিধ খাদ্যসামগ্রী। তিনি বলেন আমার এলাকার কোন মানুষ যেন না খেয়ে থাকতে না হয়,আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো।এই ফ্রি সবজি বাজার চলমান থাকবে বলেও জানান তিনি।

এসময় এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, মানবতার প্রেমিক জাবেদ ভাইয়ের খাদ‍্য সামগ্রী থেকে শুরু করে ফ্রি সবজি পেয়ে অনেকেই খুশী এবং স্বস্তিতে আছেন। যারা অসহায় গরীব এ সময়ে তারাই বুঝবেন কষ্ট কি জিনিস,আমরাও ধন্যবাদ জানাই আমাদের কাউন্সিলর কে।

Leave A Reply

Your email address will not be published.