ঢাকামঙ্গলবার , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘুমের সমস্যা কমাতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি

Hamidul Haque
জুন ২৩, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

জীবনযাপন ডেস্কঃ আজকের ব্যস্ত জীবনে অনেকের রাতের ঘুম ঠিকমতো হচ্ছে না। পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরে দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা। তাই অনেকেই অল্প বয়সেই ঘুমের ওষুধের দিকে ঝুঁকছেন। তবে চিকিৎসকদের মতে, ঘুম ভালো করার জন্য খাদ্যাভ্যাসেও আনা যেতে পারে ইতিবাচক পরিবর্তন।

এই প্রসঙ্গে একটি সাম্প্রতিক গবেষণা ঘুম এবং খাদ্যাভ্যাসের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরেছে।
গবেষণার কী দাবি?

‘ইউনিভার্সিটি অব শিকাগো মেডিসিন’ ও ‘কলম্বিয়া ইউনিভার্সিটি’র এক যৌথ গবেষণায় দাবি করা হয়েছে, নিয়মিত ফল ও সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুললে রাতের ঘুমের মান উন্নত হয়। এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘স্লিপ হেলথ জার্নাল’-এ। গবেষণায় দেখা গিয়েছে, যারা বেশি ফল ও সবজি খান, তাদের ঘুমে বিঘ্ন ঘটে না বললেই চলে।

বিশেষ করে, খাদ্যতালিকায় ফাইবার ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি হলে ঘুমের গুণগত মান আরো ভালো হয়। অন্যদিকে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ও বেশি মাংস খেলে ঘুমে ব্যাঘাত ঘটার সম্ভাবনা বাড়ে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষণার ফলাফল কী বলছে?
২০ থেকে ৪৯ বছর বয়সী ৩৪ জন অংশগ্রহণকারীর ওপর এই গবেষণা চালানো হয়। তাদের ঘুমের ধরন ট্র্যাক করতে বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়, একই সঙ্গে তারা প্রতিদিন কী খাচ্ছেন, সেটাও পর্যবেক্ষণ করা হয়।

ফলাফলে দেখা গিয়েছে, যদি কেউ প্রতিদিন মিলিয়ে ৫ কাপ ফল ও সবজি খান, তবে তার ঘুমে ব্যাঘাতের সম্ভাবনা প্রায় ১৬ শতাংশ কমে যায়। পুষ্টিবিদদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে আড়াই কাপ সবজি এবং ২ কাপ ফল খাওয়া উচিত। এই গবেষণা থেকে বোঝা যায়, দৈনন্দিন খাদ্যাভ্যাসে ছোট পরিবর্তন আনলেই ঘুমের মানে বড়সড় উন্নতি সম্ভব।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।