কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম সহ নতুন করে আরও ১১ জন করোনা আক্রান্ত হয়েছে। এবং একই দিনে জিনজিরা ইউনিয়নে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মে ) খবরটি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন। এনিয়ে কেরানীগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৬ জনে। এবং মৃত্যু হয়েছে ১০ জনের।
আক্রান্তদের মধ্যে জিনজিরা ইউনিয়নের ০৫ জন, আগানগর ইউনিয়নের ০২ জন এবং কোন্ডা, কালিন্দী ও শুভাঢ্যা ইউনিয়নে ০১ জন করে।।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নতুন ৬ জন সহ উপজেলায় সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৫১ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
