ঢাকামঙ্গলবার , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া বিজিবি অভিযান: ৮৬ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, দুই জন আটক

News Editor
আগস্ট ১৩, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পৃথক অভিযান চালিয়ে ৮৬ লাখ টাকার বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে। এসময় চোরাচালানির কাজে সম্পৃক্ত দুইজনকে আটক করা হয়।

বুধবার (১৩ আগষ্ট) জেলার সীমান্তবর্তী মিরপুর উপজেলার বিভিন্ন স্থানে বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালানী বিরোধী অভিযানে ৯ শ’ ৮০ গ্রাম রৌপ্য, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল এবং নগদ ৩০০,
১৫ শ’ কেজি অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল এবং মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এই সময় দুই জন কে আটক করা হয়। জব্দ করা মালামালের বাজার মূল্য প্রায় ৮৬ লাখ ৫৫ হাজার ৫৩০টাকা।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কাজ করছে।

আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে চোরাচালানী পণ্যসহ আসামী আটক মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।