ঢাকাশুক্রবার , ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে প্রতিবন্ধীদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোশারফ হোসেন
জুন ১০, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া কুমারখালীতে প্রতিবন্ধিদের ঈদ আনন্দ বাড়িয়ে দিল কুমারখালী প্রতিবন্ধী সংগঠন । ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী ও অসহায় মানুষ অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১০ জুন) দিন ব্যাপী কুমারখালী খয়ের চারা পৌর ৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকরা বলেন, ‘ঈদ মানে আনন্দ ‘ ঈদ মানে খুশি’ আর সেই আনন্দ ভাগাভাগি করতেই এমন আয়োজন। প্রতিবন্ধী ও অসহায় মানুষ তাদের জীবনে পদে – পদে প্রতিবন্ধকতা শিকার হচ্ছে । এই সব প্রতিবন্ধীদের কারও পরিবার-পরিজন থেকেও নেই । কারও কিছুই নেই। নিরানন্দে ভরা জীবন তাদের । সময় কাটে নির্দিষ্ট আঙিনায়। বাইরে বেড়ানোর সুযোগ মেলে না। তারপরও কখনো কখনো হুট করে ধরা দেয় খুশির কিছু মুহূর্ত। আর এই আনন্দ উপভোগ করার ব্যবস্থা করে দিয়েছে কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সুকুমার বিশ্বাস।

কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, সুকুমার বিশ্বাস এর সার্বিক সহযোগিতায়, সমাজ সেবক হাসান আলীর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী সরকারি কলেজের অধ্যাপক মোঃ জিল্লুর রহমান মধু, বিশিষ্ট ব্যবসায়ী, সামসুল হক, মোঃ টিটল হোসেন, মোঃ আজিজুল ইসলাম, পাপ্পু বিশ্বাস, মোঃ স্বপন রহমান সহ আরো অনেকেই এই সময় উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার মধ্যে রয়েছে , আবৃত্তি , চিত্রাংকন, সংগীত, রচনা, বালিশ খেলা, বল নিক্ষেপ, কানামাছি , হাঁড়ি ভাঙা, রিং খেলা ইত্যাদি । এতে দেড় শতাধিক প্রতিবন্ধীরা অংশ গ্রহন করেছেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রত্যেকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঈদের চার দিন পর এ রকম বর্ণিল মুহূর্ত উদ্‌যাপনের সুযোগ পেয়েছিল শারীরিক প্রতিবন্ধী ও অসহায় মানুষ গুলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।