জেলা প্রতিনিধিঃ ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় কুষ্টিয়া কুমারখালীতে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(১৮ জুন) বুধবার বেলা ১১ টায় বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি এর সহযোগিতায় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এই কংগ্রেস সমাবেশের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া অঞ্চলের উপ-পরিচালক সূফী মোঃ রফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পাটনার, যশোর অঞ্চল এর সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসাইন।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম’র সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাইসুল ইসলাম।
এসময় বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বিষয়ে কৃষকদের দক্ষ করে তোলার পরামর্শ প্রদান করেন।
এছাড়া নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক- কৃষানী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিক সহ শতাধিক স্টেকহোল্ডার অংশ নেন।