ঢাকাশুক্রবার , ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

News Editor
জুন ২৭, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার কুমারখালীতে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে অনুষ্ঠিত এ রথযাত্রায় শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কীর্তন ও পূজা-অর্চনার মধ্য দিয়ে অংশ নেন।

রথযাত্রাটি উপজেলার নবগ্রহ মন্দির সংলগ্ন জগন্নাথ মন্দির থেকে শুরু হয়। সুসজ্জিত রথে করে জগন্নাথ দেবের মূর্তি বহন করে শত শত ভক্ত রশি ধরে রথ টানেন। এ যাত্রাটি কুমারখালী বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কালী মন্দিরে গিয়ে শেষ হয়। ভক্তরা মনে করেন, রথ টেনে এই পূণ্যতীর্থে অংশগ্রহণ তাদের আত্মার পরিশুদ্ধি ও মঙ্গল বয়ে আনে।

উৎসবটি উদ্বোধন করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট জয়দেব বিশ্বাস, বিএনপি নেতা কে এম আলম টমে, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন, রথযাত্রা কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা, সাধারণ সম্পাদক সুবোধ কুমার সাহা প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে। রথযাত্রা ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে আনন্দঘন ও ধর্মীয় আবহ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।