জেলা প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি মাসুম খানকে ডাকাতদলের সর্দার বলে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।
গতকাল রবিবার (১৫ জুন) রাতে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ওই পোস্টটি দেন। মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়।
ফেসবুক পোস্টে জয়ন্ত কুণ্ডু লেখেন, ‘আজ রাত ৯টায় শৈলকুপা থানার ওসি (সন্ত্রাস, মাদক ব্যবসায়ী ও ডাকাতদলের সর্দার) মাসুমের তত্ত্বাবধানে শৈলকুপা পৌর এলাকায় ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটুও জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম সাঈদুরের বাড়িতে সন্ত্রাসীরা হামলা করেছে।
এই জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি আরো লেখেন, ‘অচিরেই এসব সমাজবিরোধী দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
নেটিজেনদের অনেকেই ওই পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘শৈলকুপা থানায় ওসি মাসুম খান যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এমনকি ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।
এ ছাড়া প্রকাশ্যে মাদক ব্যবসায়ীদের মাদক কেনাবেচা করতে দিচ্ছেন। শৈলকুপায় এই ওসির কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।’
এ বিষয়ে জানতে শৈলকুপা থানার ওসি মাসুম খানের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
গতকাল রবিবার রাতে জয়ন্ত কুমার কুণ্ডুর অনুসারী জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু ও জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম সাঈদুরের বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।