বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পড়েছে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে।
বিমানবাহিনীর এফ-৭ বিজিআই বিমানটি সোমবার দুপুর ১টার দিকে উড্ডয়নের িকছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ প্রাঙ্গণে পড়েছে খবর পেয়ে পুলিশ সেখানে গেছে।
বিমান বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যাওয়ার ছবি-ভিডিও সোশাল মিডিয়ায় এসেছে। তাতে মাইলস্টোন কলেজের মাঠে আগুন জ্বলতে দেখা যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানকে উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, বেলা দেড়টার দিকে মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়ে বলে খবর পান তারা। সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
বিমান বিধ্বস্ত হয়ে কেউ হতাহত হয়েছেন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।