ঢাকাবৃহস্পতিবার , ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

News Editor
ডিসেম্বর ১১, ২০২৫ ৪:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে আল জাজিরা আরবি জানিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা বর্তমানে গাজার প্রায় ৫৮ শতাংশ এলাকা দখলে রেখেছে, যার মধ্যে রাফাহও রয়েছে।

রাফাহ সীমান্ত শহরের উপকণ্ঠে ইসরায়েলি সৈন্যরা গুলি চালায়, এতে দুইজন ফিলিস্তিনি নিহত হন।এদিকে আরবি গণমাধ্যমের বরাতে জানা গেছে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের ডজনখানেক তাবু বুধবারের ভারি বৃষ্টিতে প্লাবিত হয়েছে।

রাফাহের ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, দক্ষিণ গাজা থেকে তারা ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত মানুষের কাছ থেকে সাহায্যের জন্য অসংখ্য ফোন পাচ্ছে। ভারি বৃষ্টিতে পরিবারগুলো তাবুর ভেতর আটকা পড়ে আছে বলে জানানো হয়েছে।

ইসরায়েলের ধারাবাহিক হামলায় গাজার প্রায় পুরো জনসংখ্যাই বাস্তুচ্যুত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ অঞ্চল পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই মাসেরও বেশি সময় ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনিদের জন্য টেকসই অস্থায়ী আশ্রয় নির্মাণ শুরু হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।