সোনারগাঁও প্রতিনিধিঃ নিজস্ব অর্থায়নে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী উপহার দিয়েছেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
শনিবার ( ১৬ মে )দুপুরে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদসামগ্রী উপহার দেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শাহিদ মোহাম্মদ বাদল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইঞ্জিনিয়ার মাসুম সোনারগাঁবাসীর গর্ব। ইতোমধ্যে আমরা বিভিন্ন মিডিয়াসূত্রে জেনেছি এই পর্যন্ত তিনি উপজেলার প্রায় ৩০’হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য লোকের হাতে সোনারগাঁয়ে দায়িত্ব তুলে দিয়েছেন,ইঞ্জিনিয়ার মাসুম দিন রাত পরিশ্রম করে যাচ্ছে।অসহায় মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কাজে দৃষ্টান্ত স্থাপনে কেন্দ্রীয় আওয়ামীলীগ তার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছে। এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজজ্জামান মোল্লা, যুবলীগের সাধারন সম্পাদক আলী হায়দার, ছাত্রলীগের সভাপতি হাসান রাসেদ ও পিরোজপুর ইউনিয়ন ত্রান কমিটির সদস্যগবৃন্দসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                        
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                